New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-56.jpg)
যুবকের এমন প্রতিভা অবাক করেছে অনেককেই।
সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। সেই সঙ্গে প্রতিদিন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের সামনে আসে হরেক প্রতিভা। এমনই এক প্রতিভাবান যুবকের ভিডিও তোলপাড় ফেলেছে। আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে চৌকো চাকার সাইকেল এবং সিঙ্গারার আকারের সাইকেলে চাকা দেখে সকলেরই রাতের ঘুম উড়ে গিয়েছিল এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাইকের টায়ার খুলে তার রিংয়ে হাওয়াই চপ্পল সেট করে বাইক চালাতে দেখা যাচ্ছে। যুবকের এমন প্রতিভা অবাক করেছে অনেককেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে বাইক চালাচ্ছেন। যদিও তার বাইকটি দেখার পরে অবাক হতে বাধ্য। যুবক তার বাইকের টায়ার খুলে রিংয়ে চপ্পল সেট করে তা দিয়েই বাইক চালাচ্ছেন। এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিও নিয়ে মানুষের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি আমার চপ্পল চুরি করেছেন’। এক ব্যবহারকারী লিখেছেন ‘এমন প্রতিভার অর্থ কী, এটা অর্থ ও সময়ের অপচয়।‘ভিডিওটি দেখার পর অনেকেই ওই যুবককে ট্রোল করার চেষ্টা করেছেন। কিছু ব্যবহারকারী এমন মন্তব্য করেছেন যে আপনি হতবাক হয়ে যাবেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বাবা নিশ্চয়ই বলছেন ছেলে বিজ্ঞানী হবে’।