স্বামীর মঙ্গল কামনা করে উপোস করে করভা চৌথ পালন করেন স্ত্রী। কিন্তু বিশেষ এই উৎসবের মাঝেই ঘটে গেল মারাত্মক ঘটনা। করভা চৌথের দিন নিজের প্রেমিকার সঙ্গে শহরের এক শপিং মলে কেনা কাটা করতে আসেন এক ব্যক্তি। এই ঘটনা চোখের সামনে দেখে নিজের মাথা ঠিক রাখতে পারেন নি তার স্ত্রী। তারপর যা ঘটল তাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। এক বিবাহিত ব্যক্তি তার ‘গার্লফ্রেন্ড’কে নিয়ে শহরের এক অভিজাত মলে করভা চৌথের দিন কেনাকাটা করছিলেন। কিন্তু তার প্রিয়তমার জন্য কেনাকাটা করার সময় তার স্ত্রী দু’জনকেই শপিং মলে দেখে নেন। অন্য মহিলার সঙ্গে স্বামীকে দেখেই রাগ সপ্তমে চড়ে স্ত্রী’র।
স্বামীর অপকর্মের কথা আত্মীয়দের কাছে বলেন এবং তাদের ডেকে তার স্বামী ও বান্ধবীকে শপিং মলে প্রকাশ্যে মারধর করা হয়। এরপর হট্টগোল বাড়তে দেখে আশেপাশে ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন ওই ব্যক্তি। স্ত্রী এবং বান্ধবীকে সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় তাকে। এর পর ওই মহিলা স্বামীর বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: < জীবনের ‘উলট পুরাণ’! বাবার চাকরির খবরে খুশিতে আত্মহারা মেয়ে, ভিডিও ভাইরাল >
পুরো বিষয়টি সম্পর্কে পুলিশ বলছে, করভা চৌথের দিন নিজের বান্ধবীকে নিয়ে শহরের এক শপিং মলে কেনাকাটিতে মত্ত ছিলেন ওই ব্যক্তি। এই ঘটনা অনেকক্ষণ ধরেই ওনার স্ত্রী লক্ষ্য করেন। এরপরই তিনি তার আত্মীয়দের ফোন করে ঘটনার কথা জানান। সেখানে বেশ কয়েকজন হাজির হয়ে মহিলা ও ওই ব্যক্তিকে মারধর করে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এরপর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে