/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-114.jpg)
ভারতে TikTok বন্ধ হয়ে গেছে ঠিকই। কিন্তু তারপর থেকে Instagram Reels সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। অদ্ভুত ভিডিও রিল মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক জেঙ্গি ও তোয়ালে পরে দিল্লি মেট্রোতে ভ্রমণ করছেন। ওই যুবককে দেখে অন্য যাত্রীরা রীতিমত অবাক। তাতে অবশ্য বিশেষ ভ্রুক্ষেপ নেই যুবকের।
এই ভিডিওটি কয়েকদিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যেখানে সাদা গেঞ্জি, কোমরে হলুদ তোয়ালে জড়িয়ে মেট্রোর ভিতরে হাঁটতে দেখা যায় এই যুবককে। ভিডিওতে ফোনে কথা বলতে এবং চুলের স্টাইল করতে দেখা যায় তাকে। অনেক যাত্রীকেই যুবককে দেখে হাসতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করার সময় যুবক লিখেছেন যে “ট্যাঙ্কের জল শেষ। আজ অফিসেই স্মান সেরে নেব। এই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। এই খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখ বার। একই সঙ্গে এ নিয়ে এক হাজারের বেশি মন্তব্য সামনে এসেছে। জানা গিয়েছে যিনি এই ভিডিও পোস্ট করেছেন তার নাম মোহিত গৌর। ইনস্টাগ্রামে বর্তমানে মোহিতের ১৪ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।