Advertisment

আট ফুটের iPhone! ইউটিউবারের আজব আবিষ্কারে চমকে উঠেছেন সকলেই

ফোনটিকে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা রীতিমত চ্যালেঞ্জিং।

author-image
IE Bangla Web Desk
New Update
"World’s largest iPhone, eight foot tall iPhone, Matthew Beem creates world’s largest iPhone, Youtuber MKBHD, indian express trends

আইফোনের উন্মাদনা সবসময়ই মানুষজনকে তাড়া করে বেড়ায়। নতুন মডেল আসার সঙ্গে সঙ্গে সবার মন থাকে লঞ্চ ইভেন্টের দিকে। অসাধারণ ফিচারের কারণে আইফোন সবার কাছে রীতিমত জনপ্রিয়। iPhone 14 Pro Max হল অ্যাপলের সবচেয়ে বড় আইফোন ভেরিয়েন্ট, যার ডিসপ্লে 6.7 ইঞ্চি। সম্প্রতি একজন ইউটিউবার একই ধরনের একটি আইফোন প্রস্তুত করেছেন। ফোন তৈরির পুরো প্রক্রিয়াও তিনি শেয়র করেছেন ফলোয়ারদের সঙ্গে। ম্যাথিউ তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় আইফোন, যার দৈর্ঘ্য ৮ ফুট। এটি সম্পূর্ণরূপে কার্যকরীও।

Advertisment

এই ফোনে আইফোনের সব ফিচার না থাকলেও ফোনটি অবাক করেছে সকলকে। তবে ফোনটিকে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা রীতিমত চ্যালেঞ্জিং। ইউটিউবারকে নিজেই একটি কার্ট ব্যবহার করতে দেখা যায় এই ফোনটিকে বহন করতে। ফোনে টিভির টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে, এছাড়াও ফোনটিতে লক বাটন, ভলিউম আপ এবং ডাউন এবং মিউজিকের জন্য একটি বিশেষ বোতাম রয়েছে।

YouTuber ম্যাথিউ বিম অ্যাপলের সবচেয়ে দামি ফোন আইফোন 14 প্রো ম্যাক্সের একটি মডেল তৈরি করেছেন, যার দৈর্ঘ্য ৮ ফুট। YouTuber ম্যাথিউ বিম ফোনটিকে কার্টে রেখে এটির বৈশিষ্ট্যগুলি দেখানোর জন্য এটিকে নিউ ইয়র্কের রাস্তায় নিয়ে যান৷ ডিভাইসটির ডিসপ্লেটি টেলিভিশনের টাচ-সক্ষম স্ক্রিন ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা ম্যাক মিনির সঙ্গে সংযুক্ত। এর আগে, ZHC নামে আরেক ইউটিউবার ২০২০ সালে একটি ৬ ফুট লম্বা আইফোন তৈরি করেছিলেন।

iphone viral
Advertisment