Advertisment

ভিডিও বানাতে ১০,০০০ লিটার কোকোকলা ও বেকিং সোডা কিনলেন ইউটিউবার, তারপর...

কোকোকলার ফোয়ারা দেখতে নেটপাড়ায় ভিড় করেছেন দর্শকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বর্তমানে ভিডিও স্ট্রিমিংয়ের জামানা মেন্টোস বা বেকিং সোডা কোকোকলার বোতলে রাখলে কী হয় তা সবারই জানা। কিন্তু যখন ১০,০০০ লিটার কোকোকলার সঙ্গে বকিং সোডা যুক্ত করা হয়, তখন কী ঘটতে পারে? সেই পরীক্ষাই চালালেন একজন রাশিয়ান ইউটিউবার। এটি জানতে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় করেছেন তিনি।

Advertisment

ম্যামিক্স নামে পরিচিত ইউটিউবার ভিডিওটি করার পর ইউটিউবে ৭ মিলিয়ন ভিউ পেয়েছেন এবং এটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে নেটিজেনদের হাতে।

এই ভিডিওটি করার জন্য জন্য ৪ বছর ধরে কসরত করেছেন। মূলত জোগার করতেই দীর্ঘ সময় লেগেছে।

কোকোকলার ফোয়ারা দেখতে নেটপাড়ায় ভিড় করেছেন দর্শকরা।

Read the full story in English

Advertisment