Advertisment

চপারে ঝুলে ওয়ার্ক আউটে বিশ্বরেকর্ড, ফিটনেসে মজে নেটপাড়া

দেখুন ওয়ার্কআউটের সেই ভিডিও

author-image
IE Bangla Web Desk
New Update
YouTubers, viral video, new viral video, Guinness World Record, helicopter

চপারে ঝুলে ওয়ার্ক আউটে বিশ্বরেকর্ড

হেভি ওয়ার্কআউট করা কিছু মানুষের জন্য কঠিন হতে পারে এবং প্রয়োজনীয় লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন অনুশীলন এবং অপরিসীম ধৈর্যের ।  সাধারণ ভাবে ওয়ার্ক আউট করার জন্য আমরা জিম সেন্টার বা ফিটনেস হাবকে বেছে নিই। কিছু কখনও কাউকে চপারের ল্যান্ডিং স্লাইডে ঝুলে পুল আপ করতে দেখেছেন?

Advertisment

যদি না দেখে থাকেন তবে এটা আপনার জন্য। সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যেখানে এক মিনিট সময়ের মধ্যেই চপারের ল্যান্ডিং স্লাইড ধরে ঝুলে ২৫টি পুল আপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। এক জোড়া ডাচ ফিটনেস ইউটিউবারের এমন কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের।

স্ট্যান ব্রাউনি এবং আর্জেন অ্যালবার্স, উভয়ই নেদারল্যান্ডের এবং দুজনেই ইউটিউবার।  আর্জেন প্রথমে গিয়ে মিনিটে ২৪ টি পুল আপ করে ভেঙেছেন আগের আর্মেনিয়ার রোমান সহরাদিয়ানের রেকর্ড। এরপরই এগিয়ে আসেন স্ট্যান ব্রাউনি।

আরও পড়ুন: < ‘কে আমির খান?’, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে প্রশ্ন শুনেই খেপলেন অন্নু কাপুর >

অবিশ্বাস্য ভাবে মিনিটে তিনি চপারের ল্যান্ডিং স্লাইড ধরে ঝুলে ২৫টি পুল আপ মারেন। এই রেকর্ড-ব্রেকিং ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ইউটিউব হ্যান্ডেলে শেয়ার করেছে। জিডব্লিউআর-এর মতে বিশ্বরেকর্ডের ক্ষেত্রে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন অ পাগলাটে বিশ্বরেকর্ড।

viral Helicopter
Advertisment