Advertisment

Zomato viral: প্রতিবন্ধকতাকে উপেক্ষা, হুইলচেয়ারে বসেই আগামীর স্বপ্ন চোখে খাবার ডেলিভারি জোম্যাটো বয়ের

কিছু মানুষের জীবন সংগ্রামের গল্প অন্যদেরও অনুপ্রাণিত করে। তেমনই Zomato-এর CEO দীপিন্দর গোয়েল বিশেষভাবে সক্ষম এক ডেলিভারি এজেন্টের হুইলচেয়ারের বসে ডেলিভারি করার ছবি আবার পোস্ট করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Zoamto"," Deepinder Goyal"," wheelchair"," delivery agent"," viral post"," repost",

কিছু মানুষের জীবন সংগ্রামের গল্প অন্যদেরও অনুপ্রাণিত করে। তেমনই Zomato-এর CEO দীপিন্দর গোয়েল বিশেষভাবে সক্ষম এক ডেলিভারি এজেন্টের হুইলচেয়ারের বসে ডেলিভারি করার ছবি আবার পোস্ট করেছেন।

কিছু মানুষের জীবন সংগ্রামের গল্প অন্যদেরও অনুপ্রাণিত করে। তেমনই Zomato-এর CEO দীপিন্দর গোয়েল বিশেষভাবে সক্ষম এক ডেলিভারি এজেন্টের হুইলচেয়ারের বসে ডেলিভারি করার ছবি আবার পোস্ট করেছেন। যা অজস্র মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

Advertisment

বিশেষভাবে সক্ষম হয়েও নিজের পায়ে দাঁড়ানোর মরিয়া লড়াই আজ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সম্প্রতি Zomato-এর এক ডেলিভারি এজেন্ট তার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে লাখ লাখ মানুষের মন জয় করেছে। ছবিতে হুইলচেয়ারে বসে ডেলিভারি এজেন্টকে খাবার পরিবেশনের উদ্দেশ্যে বেরোতে দেখা যাচ্ছে। মোটরবাইকের অনুরূপ ডিজাইন করা হুইলচেয়ারটিই তার নিত্যদিনের সঙ্গী।

ছবিটিতে ডেলিভারি এজেন্টকে দেখা যায় বেশ হাসিমুখে রয়েছেন তিনি। যেন জীবনের সব কষ্ট হাসির মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। অসাধারণ গল্পটি Zomato-এর সিইও দীপিন্দর গোয়ালের নজর কেড়েছে, যিনি তার অফিসিয়াল এক্স প্রোফাইলে ছবিটি পুনরায় পোস্ট করেছেন।

তাঁর এই পদক্ষেপ শুধুমাত্র ডেলিভারি এজেন্টের অনুপ্রেরণামূলক গল্পকে সমাজের সামনে তুলে ধরেনি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামনে চ্যালেঞ্জগুলিকে তুলে ধরা হয়েছে এই এক ছবির মধ্যে দিয়ে

viral
Advertisment