পেটের তাগিদে অনেকেই বর্তমানে Zomato অথবা Swiggy-এর মত অনলাইন ফুড ডেলিভারি সংস্থার ডেলিভারি পার্টনার হয়ে কাজ করেন। সম্প্রতি এক জোম্যাটো ডেলিভারি বয়ের চোখের জলে থমকে গেল নেটপাড়া। তার গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন মানুষজন।
Zomato ডেলিভারি বয়ের কান্নার একটি ছবি ঝড়ের বেগে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। তার করুণ কাহিনী মানুষের মনকে নাড়া দিয়ে গিয়েছে। ডেলিভারি বয় দাবি করেছে যে সামনেই বোনের বিয়ে। ফুড ডেলিভারির মাধ্যমে সামান্য টাকা যে তিনি উপার্জন করেন তার থেকেই বোনের বিয়ের দিচ্ছেন তিনি। বিয়ের মাত্র কয়েকদিন আগে তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে জোম্যাটো। এ কারণে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে তিনি ও তার পরিবার।
সোহম ভট্টাচার্য নামের এক ইউজার @zomato এবং @zomatocare ট্যাগ করে লিখেছেন, আয়ুষ সাইনি নামের এই ছেলেটির অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। তাকে জিটিবি নগরে কাঁদতে দেখলাম। বোনের বিয়ের টাকা বাঁচানোর জন্য সারাদিন কিছু খায়নি সে।
তিনি তার পোস্টে আরও দাবি করেছেন যে ডেলিভারি বয়ের বোনের কয়েকদিনের মধ্যে বিয়ে হতে চলেছে, তবে তার আগেই তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সোহম, যিনি নিজেকে আইনের ছাত্র হিসাবে উল্লেখ করেন পাশাপাশি, তিনিও সতর্ক করেছিলেন যে এই বিষয়টি সত্য কিনা তা তিনি জানেন না, তবে তিনি আবারও বলেছেন যে আয়ুশ নামে ওই যুবক যেভাবে কাঁদছিলেন তা দেখে মনে হয়না তার কাহিনী মিথ্যা। সোহম টুইটের তার QR কোডও শেয়ার করেছেন, যার মাধ্যমে আগ্রহীরা ডেলিভারি বয়কে কিছু সাহায্য করতে পারেন।
খবর লেখা পর্যন্ত সোহমের পোস্ট দেখেছেন ৩০ লাখেরও বেশি মানুষ। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকেই। একই সঙ্গে Zomatoও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। কোম্পানি লিখেছে, আমরা আমাদের ডেলিভারি পার্টনারদের গভীরভাবে মূল্যায়ন করি। ফুড ডেলিভারি অ্যাপটি আশ্বস্ত করেছে যে এটি এই ধরনের বিষয়গুলিকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করে।