সন্ধ্যার আড্ডা হোক, অথবা দুপুর-রাতের খাওয়া, হোক না বন্ধুর বার্থডে… ভরসা এখন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। এক ক্লিকেই দুয়ারে খাবার পৌঁছে দিতে জোম্যাটো-সুইগির মত ফুড ডেলিভারি অ্যাপের কোন বিকল্প নেই। হামেশাই জোম্যাটো সুইগি ডেলিভারি বয়দের নিয়ে নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে আজ যে কাহিনী ভাইরাল হয়েছে তা বেশ অবাক করার মত।
Advertisment
গাঁজা আনব? প্রশ্ন শুনে কিঞ্চিত অবাক হয়ে গিয়েছিলেন গ্রাহক। খাবার অর্ডার করেছেন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। দেরি দেখেই ফুড ডেলিভারি এজেন্টকে মেসেজ করেন কতদূর? উত্তর শুনে ভিরমি খেলেন তিনি। ফুড ডেলিভারি বয় গ্রাহকের মেসেজ পেয়েই জানান তিনি আর কিছু সময়ের মধ্যেই খাবার নিয়ে হাজির হবেন। তবে তার পরের মেসেজ দেখে পিলে চমকে ওঠার জোগাড়। সটান গ্রাহককে প্রশ্ন গাজা লাগবে নাকি? ডেলিভারি বয়ের সঙ্গে গ্রাহকের সেই চ্যাট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সকলেই বেশ অবাক।
ইতিমধ্যে পোস্টটি লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছে। ভাইরাল পোস্টটি নজরে এসেছে পুলিশেরও। মুম্বই পুলিশের তরফে প্রতিক্রিয়া জানিয়ে টুইট করা হয়েছে, বলা হয়েছে ডেলিভারি পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে পারলে খুশি হব। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও ১০ মিনিটের মধ্যে লোকেশনে পৌঁছাতে পারি। পোস্টটি ভাইরাল হতেই প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, "এমন দায়িত্ববান ডেলিভারি বয় তো সচরাচর দেখা যায় না"।