Advertisment

কোলে ২ বছরের শিশুকন্যা, লক্ষ্যে অবিচল থেকে খাবার ডেলিভারি Zomato Boy-র

Zomato delivery boy: Zomato ডেলিভারি বয় সোনুর এই কাহিনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের কর্তব্য এবং দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ। তার জীবন সংগ্রামের গল্প হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
zomato viral

সন্তানকে মানুষ করতে প্রাণপাত Zomato ডেলিভারি বয়ের

Trending news: ২ বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে অর্ডার ডেলিভারি। Zomato ডেলিভারি বয়ের এই কাহিনী রীতিমত চমকে দিয়েছে লাখো মানুষকে।  তার সংগ্রামের এই কাহিনী ঝড়ের বেগে ভাইরাল।  Zomato ডেলিভারি বয় সোনুর এই কাহিনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের কর্তব্য এবং দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ। তার জীবন সংগ্রামের গল্প হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা দিয়েছে।  

Advertisment

UPI-এর মাধ্যমে ভুল ব্যক্তিকে অর্থ প্রদান? চিন্তা ছেড়ে মুহূর্তে টাকা ফেরান অ্যাকাউন্টে

দিল্লিতে  Zomato ডেলিভারি বয় তার দুই বছরের মেয়েকে কোলে নিয়ে অর্ডার ডেলিভারি করতে আসেন। যিনি খাবার অর্ডার করেন তিনি জোম্যাটো ডেলিভারি বয়ের কোলে ছোট্ট সন্তানকে দেখে একেবারে চমকে ওঠেন। শিশুকন্যাকে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং লিঙ্কডইন-এ সোনুর একটি ছবি শেয়ার করে  হৃদয়-ছুঁয়ে  যাওয়া কাহিনী শেয়ার করেছেন। পোস্ট অনুসারে সোনু একাই তার মেয়েকে নিয়ে থাকেন। সন্তানকে মানুষ করতে প্রাণপাত করে চলেছেন তিনি।  বাড়িতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও, তিনি তার দুই বছরের মেয়েকে মানুষ করতে  দিনরাত কঠোর পরিশ্রম করছেন।

সস্তার দুর্দান্ত প্ল্যান! ১১৮ টাকায় পান অভাবনীয় সুবিধা, বাজার সুনামি তুলল BSNL

দেবেন্দ্র আরও লিখেছেন, আমরা সেই ছোট শিশুকন্যাকে মিষ্টি খাওয়ানোর সৌভাগ্য পেয়েছি, তার মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি। এর সাথে তিনি বলেছিলেন যে সোনু আমাদের কঠিন সময়েও আমাদের দায়িত্ব থেকে সরে না যেতে শিখিয়েছেন। তাকে এবং তার মেয়ের জন্য শুভ কামনা। দেবেন্দ্রের পোস্টটি জীবনের চরম বাস্তবতাকে তুলে ধরেছে  নেটিজেনরা সোনুর জীবনকাহিনীকে কুর্নিশ জানিয়েছেন। কাজের প্রতি সোনুর আবেগ ও নিষ্ঠার প্রশংসা করছেন সবাই।

viral Trending News
Advertisment