New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-14.jpg)
সময়মতো অর্ডার ডেলিভারি করতে Zomato ডেলিভারি এজেন্ট ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে জনবহুল রাস্তায় ঘোড়ায় চড়ে পিঠে জোম্যাটোর ব্যাগ নিয়ে খাবার ডেলিভারি করতে ডেলিভারি বয়কে।
সময়মতো অর্ডার ডেলিভারি করতে Zomato ডেলিভারি এজেন্ট ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়েছেন।
'হিট অ্যান্ড রান' নিয়ে সারাদেশে ট্রাক মালিক-চালকদের ধর্মঘটের মাঝেই ভাইরাল হয়েছে চমকে দেওয়ার মত এক ভিডিও। অনেক জায়গায় জ্বালানি সংকটে পড়তে হয়েছে মানুষকে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জ্বালানি সংকটের কারণে জোমাটো ডেলিভারি এজেন্ট সহজ এক সমাধান সূত্র বেছে নিয়েছেন। সময়মতো অর্ডার ডেলিভারি করতে Zomato ডেলিভারি এজেন্ট ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে জনবহুল রাস্তায় ঘোড়ায় চড়ে পিঠে জোম্যাটোর ব্যাগ নিয়ে খাবার ডেলিভারি করতে যেতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপটি X (প্রথম টুইটারে) @umasudhir নামে একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। ভাইরাল হওয়া ভিডিওটি মানুষজন ব্যাপকভাবে শেয়ার করছেন।
When petrol bunks ran out of fuel in #Hyderabad, @zomato delivery arrived on horseback ... at Chanchalguda, next to Imperial Hotel... after long, long queues & closure of petrol pumps as a fallout of #TruckersStrike over #NewLaw on hit-and-run accidents @ndtv @ndtvindia pic.twitter.com/bYLT5BuvQh
— Uma Sudhir (@umasudhir) January 3, 2024