ক্যারিব্যাগে আনা ডাল-ভাত! নাকে-মুখ গুঁজেই দৌড় শুরু ডেলিভারি বয়ের, দেখুন ভিডিও

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষজন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Zomato, Food, Social Media Viral, latest viral video, social media viral video, zomato boy eating food in plastic bag, zomato delivery boy viral video

খাবার ডেলিভারির মাঝেই খানিক অবসর। তখনই প্লাস্টিকে মোড়ানো খাবার বের করে খেতে দেখা গেল এক জোম্যাটো ডেলিভারি বয়কে। মুহূর্তেই সেই ভিডিও লক্ষ লক্ষ মানুষের ছুঁয়ে গিয়েছে। ডেলিভারি বয়ের কঠিন জীবন সংগ্রাম মুগ্ধ করেছে সকলকেই।

Advertisment

সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একজন ডেলিভারি বয়কে প্লাস্টিকে মোড়ানো খাবার খেতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি পোস্ট করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। অবসরের মাঝে প্লাস্টিকে মুড়িয়ে আনা খাবার খেতে দেখা গিয়েছে তাকে।

অনলাইন ফুড ডেলিভারি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আমরা এখন আমাদের প্রিয় রেস্তোরাঁ থেকে অর্ডার করতে পারি এবং আমাদের দোরগোড়ায় দ্রুত এবং টেনশন ফ্রি সেই সব খাবার পৌঁছে দিতে প্রাণপান করেন ডেলিভারি বয়রা।। কিন্তু যারা আপনার দোরগোড়ায় খাবার পৌঁছে দেয় তাদের জীবনের কথা কি কখনও ভেবে দেখেছেন। টুইটারে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে জোমাটো ডেলিভারি বয়কে প্লাস্টিকে মোড়ানো খাবার খেতে দেখা যাচ্ছে।

Advertisment

এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, 'এই মরসুমে তাদেরও যত্ন নিন।' 20 সেকেন্ডের এই ভিডিওটি 313k এর বেশি ভিউ এবং 9.8k লাইক পেয়েছে এবং সংখ্যাটি ক্রমাগত বাড়ছে। এই ভিডিওটি একটি আবাসিক এলাকার যেখানে এই ডেলিভারি বয়কে ক্যারিব্যাগ থেকে খাবার খেতে দেখা যায়। বাইকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন এই ব্যক্তি। তার পরবর্তী ডেলিভারির জন্য দৌড়ানোর আগে তাকে দ্রুত ডাল ভাত খেতে দেখা যায় তাকে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষ। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটা খুবই দুঃখজনক যে তারা শান্তিতে খাওয়ার সময়ও পাচ্ছেন না!' একজন ব্যবহারকারী বলেছেন, 'যখন তারা সেবার জন্য আপনার কাছে আসেন, আপনি যেভাবে পারেন তাদের সেবা করুন।'

viral