Advertisment

zomato delivery boy: লক্ষ্য IAS, ট্র্যাফিক জ্যামে আটকে থেকেও মোবাইলে UPSC-এর পাঠ!

এক Zomato ডেলিভারি বয়কে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় মোবাইলে UPSC-এর পাঠ নিতে দেখা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Zomato delivery Boy, Zomato delivery Boy studies for UPSC exam, traffic , hard work is priceless, Zomato, delivery Boy, Zomato news, delivery Boy news, viral news, viral video, trending video, hardwork, UPSC exam, Zomato delivery man, Zomato delivery agent, delivery Boy studies for UPSC exam"

এক Zomato ডেলিভারি বয়কে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় মোবাইলে UPSC-এর পাঠ নিতে দেখা গিয়েছে

ইউপিএসসি… জীবনের কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। এই পরীক্ষায় সফল হতে চাই হার না মানা লড়াই, কঠিন পরিশ্রম আর কঠোর অধ্যাবসায়। এমন অনেকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যারা চরম অভাবের মধ্যে থেকে আইএএস হয়ে লাখো মানুষকে অনুপ্রেরণা জোগান।

Advertisment

আজ তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যেখানে এক Zomato ডেলিভারি বয়কে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় মোবাইলে UPSC-এর পাঠ নিতে দেখা গিয়েছে। এই দৃশ্য ভাইরাল হতেই ব্যবহারকারীরা বলেছেন - 'কঠোর পরিশ্রমের ফল সময়ের জন্যই সীমাহীন'।

ট্রাফিক জ্যামে আটকে Zomato ডেলিভারি বয়। সেই সময় মোবাইলে UPSC পাঠে মগ্ন সে। এমন একটি ভিডিওতে ধরা পড়েছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনলাইনে পোস্ট হওয়ার পর থেকে ভিডিওটি দেখা হয়েছে ৫৭ হাজারেরও বেশি বার। ভিডিওটি দেখে "অনুপ্রাণিত" সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই জোম্যাটো ডেলিভারি বয়ের পড়াশুনার প্রতি আগ্রহ দেখে তাকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন।

viral
Advertisment