চড়া মেকআপ, লাখ টাকার স্পোর্টস বাইক! Zomato গার্লকে দেখে খাবার অর্ডারের হিড়িক

সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Zomato girl with sports bike deliver food viral video

ভিডিও দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।

চড়া মেকআপ, স্পোর্টস বাইকে চেপে খাবার ডেলিভারি Zomato গার্ল-এর। তরুণী যখন ডেলিভারি করতে রাস্তায় নামল,তাকে দেখে অবাক মানুষজন। আর সেই ভিডিও’ই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে থেকে কিছু কিছু ভিডিও মানুষের মন চুরি করে নেয়।

ভিডিও দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।  পেটের তাগিদে অনেকেই খাবার ডেলিভারির কাজ করে থাকেন। ছেলে-মেয়ে নির্বিশেষে ফুড ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত। কিন্তু সম্প্রতি এমন এক ডেলিভারি গার্লের ভিডিও সামনে এসেছে যাকে দেখে ঝাম ঝরতে শুরু করেছে নেটপাড়ার।

সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে চড়া মেক আপ, স্পোর্টস বাইক চড়ে খাবার ডেলিভারি করছেন এক Zomato ডেলিভারি গার্ল। মেয়েটি তার স্পোর্টস বাইক এবং তার পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন। ভিডিওতে দেখা যায়, মেয়েটি রাস্তায় বের হওয়া মাত্র তাকে দেখে সকলেই ভিরমি খেতে শুরু করেছেন। কারণ তার পিঠে রয়েছে Zomato ডেলিভারি ব্যাগ।  

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এমন ডেলিভারি গার্ল খাবার নিয়ে আসলে আমি বারবার অর্ডার করব। একজন ব্যবহারকারী লিখেছেন যে এই আশ্চর্যজনক ভিডিওটি দেখে ভাল লাগলো। ভিডিওটি সমাজের কাছে একটি বার্তা দেবে যে দেশ বদলাতে শুরু করেছে’।

Viral Video