প্রেমের গেঁড়োয় আটকে জোম্যাটো….খেল ভয়ঙ্কর ছ্যাঁকাও!

এমন প্রেম কস্মিনকালেও কেউ দেখেছেন বলে ঠিক মনে করতে পারছেন না।

এমন প্রেম কস্মিনকালেও কেউ দেখেছেন বলে ঠিক মনে করতে পারছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
"Ankita from Bhopal,Zomato,ex,cash on delivery,Zomato viral tweet,funny tweet,Ankita ex tweet,Bhopal,revenge tweet,Zomato meme,Zomato Ankita from Bhopal,Zomato on twitter,

প্রেমের গেঁড়োয় আটকে জোম্যাটো….খেল ভয়ঙ্কর ছ্যাঁকাও

প্রেমের গেঁড়োয় আটকে জোম্যাটো….অতিষ্ট হয়ে দিল বিরাট বার্তা, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আচ্ছা ব্রেকআপের পর সত্যি কী প্রাক্তনের প্রতি প্রেম থাকে? এই প্রশ্নের উত্তর নানান মানুষের কাছে নানান রমকের। মতভেদ থাকবে সেটাই স্বাভাবিক। তবে সম্প্রতি যে কাহিনী ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, এমন প্রেম কস্মিনকালেও কেউ দেখেছেন বলে ঠিক মনে করতে পারছেন না।

Advertisment

প্রাক্তন প্রেমিকের জন্য জোম্যাটো থেকে বারে বারে ক্যাশ-অন ডেলিভারির মাধ্যমে খাবার অর্ডার করছিলেন এক তরুণী। উদ্দেশ্য তাকে নাজেহাল করে তোলা। কোথাও তো ভালবাসা ছিল’ই। কিন্তু প্রেমের গেঁড়োয় আটকে পড়ল খোদ জোম্যাটো। বারে বারে ক্যাশ-অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করা এক্স-এর সেই খাবার নিতে অস্বীকার করে যুবক। বেজায় সংকটে পড়েন ডেলিভারি বয়ও। একবার নয় টানা তিন বার এই কাণ্ড ঘটনোর পর অবশেষে জোমাটো একটি টুইট করেছে।

Advertisment

একটি টুইটে Zomato লিখেছেন, "অঙ্কিতা অনুগ্রহ করে আপনার প্রাক্তন প্রেমিককে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খাবার পাঠানো বন্ধ করুন। এই তৃতীয়বার তিনি খাবারের অর্ডারের জন্য অর্থ দিতে অস্বীকার করেছেন।" আর এই ট্যুইট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাজার হাজার মানুষকে হাসির রশদ জুগিয়েছে এই ট্যুইট। একজন ইউজার লিখেছেন, ব্রেক-আপের মোক্ষম জবাব। অন্য একজন লিখেছেন, এমন প্রেম আগে দেখিনি। তৃতীয় ইউজার লিখেছেন, প্রেমের গেঁড়োয় কেন বলি করা হচ্ছে জোম্যাটোকে?

viral