তুরস্কে আইসক্রিম কিনতে গেলে একটা বিশেষ ব্যাপার চোখে পড়ে। তা হল দেশটির অনেক আইক্রিম বিক্রেতাকেই দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে আইসক্রিম বিক্রি করে থাকেন। আর আমাদের দেশের মত আইসক্রিম কিনতে গেলে অন্যান্য জিনিসের মতো আপনি কিনতে গেলেন, চাইলেন, টাকা দিলেন আর নিয়ে আসলেন ব্যপারটা এমন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইসক্রিম দেওয়ার সময় ক্রেতার সঙ্গে বিক্রেতা একটু মজা করে থাকেন।
Advertisment
আপনি আইসক্রিম নেওয়ার জন্য হাত বাড়ালেন আপনি ধরতে গেলেন, ক্রেতা সেটি আপনাকে না দিয়ে বিশেষ কায়দায় ঘুরিয়ে নিয়ে গেল। অথবা আপনি ধরলেন কিন্তু দেখলেন সেটিতে আইসক্রিম নেই। শূন্য কোনও পাত্র। এরকম বিভিন্ন ভঙ্গিমায় তারা মজা করে থাকেন ক্রেতাদের সঙ্গে, পরে অবশ্য যত্ন সহকারে ক্রেতাকে আইসক্রিম দেন। ঠিক সেভাবেই ফুড ডেলিভারি সংস্থার এক কর্মীকে মজার ছলে আইসক্রিম তুলে দিচ্ছেন গ্রাহকের হাতে।
এমনই এক মজার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সুইগির এক ডেলিভারি বয় আইসক্রিম গ্রাহককে ডেলিভারি করতে গিয়ে তুর্কি আইসক্রিম বিক্রেতার আদতে আইসক্রিম ডেলিভারির নামে নেহাতই কিছুক্ষণ মজার করেন গ্রাহকের সঙ্গে।
দেখা যায়, গ্রাহককে একটি ফাঁকা বাক্স হাতে তুলে দিয়ে বিভ্রান্ত করছেন ওই ডেলিভারি বয়। নিছকই মজা করার জন্য এবং গ্রাহককে আনন্দ দেওয়ার জন্যই এমন কায়দায় আইসক্রিম পরিবেশন করেন। এই ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক ভিউ হয়েছে এই ভিডিওতে। অনেকেই ডেলিভারি বয়ের এমন উদ্যোগে খুশি হয়েছেন। সেই সঙ্গে অনেকেই এমন মজার ভঙ্গিতে আইসক্রিম পরিবেশনের জন্য ফুড ডেলিভারি কর্মীকে তার দক্ষতার প্রশংসাও করেছেন।