পালিত হল 'অল সোলস ডে' 

পালিত হল 'অল সোলস ডে' 

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

খ্রিস্টানরা দিনটি পালন করেন

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

প্রতিবছর ২ নভেম্বর ক্যাথলিক খ্রিস্টানরা পালন করেন ‘অল সোলস ডে’

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

প্রিয়জনদের সমাধিতে আলো জ্বালিয়ে যান আত্মীয়রা

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

সমাধিক্ষেত্রে ফুল রাখার রীতি রয়েছে

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

দুঃস্থের জন্য খাবারের ব্যবস্থা করেন অনেকে

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

এটা হিন্দুদের মহালয়া বা ভূত চতুর্দশীর মত

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

অনেকটা মুসলমানদের সবে বরাতের মত

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

মৃতদের কবরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান আত্মীয় পরিজনরা

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

৩১ অক্টোবর ছিল হ্যালোউউন দিবস

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

১ নভেম্বর পালিত হয় 'অল সেন্টস ডে' 

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

আত্মাদের জন্য প্রার্থনায় জোর দিয়েছিলেন 'সেন্ট ওডিলো অফ ক্লুনি' 

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

৯৯৮ খ্রিস্টাব্দ থেকে ১০৩০ খ্রিস্টাব্দের মধ্যে সেন্ট ওডিলো'স বে-তে এই রীতি চালু হয়েছিল

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

পরে ফ্রান্সের আশপাশে এই রীতি ছড়িয়ে পড়ে

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

চতুর্দশ শতকে রোম এই রীতি গ্রহণ করে

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

বর্তমানে বিশ্বের প্রায় সর্বত্র এই রীতি পালিত হয়

এক্সপ্রেস ফটো শশী ঘোষ

বৃহস্পতিবার বিকেল থেকেই প্রার্থনা শেষে সমাধিতে ফুল রাখা ও মোমবাতি জ্বালানো শুরু হয়।

এক্সপ্রেস ফটো শশী ঘোষ