Dec 03, 2022
Anurupa Chakraborty
রকে বসে আড্ডা হোক বা কেবিন, উত্তর কলকাতার মধ্যে এই ভাবটা সবসময় বেশি। তবে, এখন কিন্তু ঝাঁ চকচকে ক্যাফের মাঝেও অথেন্টিক বাঙালি আড্ডার রেশ পাবেন ক্যাফে ৩২ বা CAFE 32- য়।
নামে ক্যাফে থাকলেও আদতে কিন্তু পুরোটাই আড্ডা স্থল। শুধু তাই নয়, এখানে কি খাবার পাওয়া যায় জানেন? শুনলে চমকে যাবেন!
ক্যাফে হলেও চা, ঘুগনি থেকে কাটলেট কিংবা টোস্ট সবই পাবেন এখানে। বিজয়গড় এলাকার এই ক্যাফেতে আনাগোনা সব বয়সের মানুষের।
শুধুই বছর ২০ এর কিশোর কিশোরীরা নয়, বরং আসেন মধ্যবয়স্ক থেকে বছর ৬০ এর অনেকেই। তাঁদের বেশ পছন্দের আড্ডাস্থল এটি। কিন্তু হঠাৎ কেন এমন এক ক্যাফের ভাবনা চিন্তা?
প্রসঙ্গে সদস্য, প্রিয়দর্শিনী সরকার বলেন, সব জায়গা তো অল্পবয়সীদের জন্য। আমি এই সমস্ত প্ল্যানিংটা করেছিলাম একটু মধ্যবয়স্কদের জন্য। এখানে সেরকম জমকালো মিউজিক নেই। বেশ শান্তিপূর্ন।
যেকোনো জায়গায় গেলেই একটা নিজস্ব ভাব থাকা খুব জরুরী বলেই মনে করেন প্রিয়দর্শিনী। আর এই ক্যাফের সম্পূর্ন ভাবনায় রয়েছেন রঙ্গন চক্রবর্তী।
৭০/৭৫ বছরের মানুষরাও আসেন এখানে। ব্যালকনি যেমন রয়েছে তেমনই ইন্টিরিয়র সাজানো হয়েছে নিদারুণ ভাবে। কোথাও পেন্টিংস আবার কোথাও সারি সারি বই। মন ভাল হবেই।
তাই দক্ষিণ কলকাতায় যদি, এমন সুন্দর ভাইব পেতে হয় তবে পরিবারকে সঙ্গে নিয়ে যেতেই পারেন এখানে।