রাজ্যে ডেঙ্গু বাড়ছে তরতরিয়ে। প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে রাজ্যবাসীকে।
Nov 04, 2022
Anurupa Chakraborty
ডেঙ্গু হলেই কোষগুলি জলশুণ্য হয়ে পড়ে। তাই এইসময় প্রয়োজন নির্দিষ্ট কিছু খাবার। বিভিন্ন ধরনের রস শরীরের পক্ষে উপকারী।
এগুলো টনিক হিসেবে কাজ করে মানুষের শরীরে। এমনিও ডেঙ্গুতে শরীর শুকিয়ে যায়। তাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এসব প্রয়োজন।
নিম পাতার রস, এর অন্যতম যোগ্য পানীয়। টাটকা নিমপাতা জলে ফুটিয়ে সেটিকে পান করুন। এতে সমস্যা অনেক দুর হবে।
পেঁপে পাতার রস। ডেঙ্গুর অভ্যর্থ ওষুধ এটি। পেঁপে পাতা বেটে নিয়ে, সেটিকে এক কাপ জলে মিশিয়ে পান করতে হবে।
তুলসী চা এমনিও শরীরের পক্ষে ভাল। এটি আপনার পক্ষে বেশ ভাল প্রমাণিত হতে পারে। তুলসী পাতা জলে ফুটিয়ে ছেঁকে নিন। সেটিকে লেবু গোলমরিচ দিয়ে পান করুন।
আমলকীর রস খেতে পারেন। ভিটামিন সি শরীরের পক্ষে খুব ভাল। তাই এটি ডেঙ্গুর পক্ষে উপাদেয়।