পুজোর আগে স্কিনে জেল্লা দরকার? তবে ঘরোয়া উপায়েই মিলবে সমাধান। অল্প কিছু হোম রেমেডি আর তাতেই আপনি হয়ে উঠবেন পুজোর নন্দিনী।

Sep 11, 2022

Anurupa Chakraborty

স্কিনের ক্ষেত্রে গোলাপ জল যথেষ্ট ভাল। তাই প্রতিদিন অন্তত একবার গোলাপ জল মুখে ছেটান। এতে স্কিনের জেল্লা বাড়ে আর সঙ্গেই কেল্লাফতে।

টম্যাটো! এর থেকে ভাল ব্লিচ আর কিছুই নেই। স্নানের আগে টম্যাটো মুখে লাগিয়ে বসে থাকুন তারপর আর দেখে কে?

টকদই এবং বেসন এর পেস্ট মুখে লাগিয়েছেন কখনও? না লাগালে এই সুযোগ! একবার ট্রাই করেই দেখুন, কাজ হবেই।

অ্যালোভেরা, এর উপকার কারওর অজানা নয়। তাই অ্যালোভেরা সোজা গাছ থেকে তুলে এনে মুখে লাগানো এই গরমে ভীষণ ভাল। স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ পিম্পল দুর করে।

আটা এবং দুধের মিশ্রণ ঘন করে মুখে লাগিয়ে রাখতে হবে। মাত্র ১০ মিনিট আর তাতেই কেল্লাফতে! এটা ট্যান রিমুভ হিসেবেও কাজ করে।

মধু এবং কাঁচা হলুদ! এটি খাবার হিসেবেই ব্যবহার করুন। রোজ সকালে খালিপেটে ছোট টুকরো হলুদ মধুর সঙ্গে খেলে ভেতর থেকে স্কিনের উজ্জ্বলতা বাড়ে।

চাল ধোয়া জল আপনার স্কিনের পক্ষে বেশ কার্যকরী। এটি কোরিয়ান স্কিনকেয়ারে অভ্যর্থ এক ফর্মুলা। সহজেই উজ্জ্বল ত্বক পেতে বেশ কাজ করে। ট্রাই করেই দেখুন!