বিদ্বত্ত্বং নৃপত্বং চ নৈব তুল্যং কদাচন। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে।।

বিদ্বত্ত্বং নৃপত্বং চ নৈব তুল্যং কদাচন। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে।।

এর অর্থ- বিদ্বান ব্যক্তি ও রাজা কখনও সমান হতে পারেন না। রাজা স্বদেশে সম্মান পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মান পান।

এর অর্থ- বিদ্বান ব্যক্তি ও রাজা কখনও সমান হতে পারেন না। রাজা স্বদেশে সম্মান পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মান পান।

Feb 27, 2023

Chinmoy Bhattacharya

পণ্ডিতেষু গুণাঃ সর্বে মূর্খে দোষা হি কেবলম্। তস্মান্ মূর্খসহস্রেভ্যঃ প্রাজ্ঞঃ একো বিশিষ্যতে।।

 এর অর্থ- পণ্ডিত সকল গুণের আধার। মূর্খের কেবলই দোষ। তাই সহস্র মূর্খের থেকে একজন পণ্ডিতই শ্রেষ্ঠ। 

রূপযৌবন সম্পন্না বিশালকুলসম্ভবাঃ। বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকাঃ।।

এর অর্থ- যে ব্যক্তি অত্যন্ত রূপবান ও যৌবন সম্পন্ন এবং উচ্চ বংশজাত কিন্তু বিদ্যাহীন, সেই ব্যক্তি কিংশুক ফুলের ন্যায় গন্ধহীন।

নক্ষত্রভূষণং চন্দ্রো নারীণাং ভূষণং পতিঃ। পৃথিবীভূষণং রাজা বিদ্যা সর্বস্য ভূষণম্।।

এর অর্থ- নক্ষত্রের অলঙ্কার হল চন্দ্র। নারীর অলঙ্কার হল পতি বা স্বামী। পৃথিবীর অলঙ্কার হল রাজা। আর বিদ্যা সকলের অলঙ্কার।