পুজোর রেশ এখনও কাটেনি, খাওয়াদাওয়া চলছে জোরকদমে। তাই ফেস্টিভ্যাল মুডে অন্তত একবার NX যাওয়া চাইই চাই।
Oct 09, 2022
Anurupa Chakraborty
মেনু লঞ্চের দিন উপস্থিত ছিলেন মদন মিত্র সহ অনেকেই। মদন মিত্র বলেন, ইস্ট ওর ওয়েস্ট NX ইস দ্যা বেস্ট।
বিশেষ করে বাঙালি খাবারের এক বিপুল আয়োজন। লুচি ছোলার ডাল থেকে শুক্ত এবং আমিষ খাবারের সেরা সম্ভার।
প্রবাসী বাঙ্গালীদের জন্য কিন্তু রয়েছে বিরাট সুযোগ। অন্তত তারা নিদারুণ উপভোগ করতে পারবেন এই ধরনের খাওয়াদাওয়া।
একেতেই ইউনেস্কো স্বীকৃতি তাঁর সঙ্গে ফেস্টিভ সিজনে খাওয়াদাওয়া না হলে চলে?
গন্ধরাজ মুরগি থেকে দই কাতলা, ট্যাংরা স্টাইল চিলি ফিস এখানে পাবেন সবকিছুই।
তারকাদের মধ্যে রিচা শর্মা বলেন, পুজো মানেই আর্টিস্ট্রি। আমি ভীষণ গর্বিত যে সুন্দর ভাবে একে মর্যাদা দেওয়া হয়েছে।