অ্যাক্রোপলিস "চটপটা" এর চতুর্থ বছরে পদার্পণ,  স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল ২০২২

Nov 12, 2022

Anurupa Chakraborty

১১ নভেম্বর শুক্রবার কসবার অ্যাক্রোপলিস মলে ‘চটপটা’ স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল রবিবার ১৩-ই নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

কাবাব,চাট, মিষ্টি থেকে শুরু করে আইসক্রিম- প্রায় সবরকম জিভে জল আনা খাবারই রয়েছে ‘চটপটা স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের মেনুতে।

অ্যাক্রোপলিস মলের জিএম কে বিজয়নের হাত ধরে এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। কে বিজয়ন বলেন , “অ্যাক্রোপলিসে আমরা বিভিন্ন ধরণের উৎসবের আয়োজন করছি"।

ঝালমুড়িও রয়েছে এবারের ফেস্টিভ্যালে। তবে, রয়েছে আরও চমক।

কমিউনিটি পার্টনার হিসাবে রয়েছে ভোজ আড্ডা এবং রেডিও পার্টনার ফিভার ১০৪ এফ এম ও রেডিও ওয়ান ।

বেনারসি পান থেকে চকলেট মিষ্টি কি নেই! ভোজনরসিকদের আসতেই হবে।

"চাটপটা" নামের স্ট্রিট ফুড ফেস্টিভ্যালটি শুরু থেকেই দারুণ সাফল্য পেয়েছে এবং এটি চতুর্থ বছর।

কলকাতা সুস্বাদু বাডি বাইটস, ক্যালকাটা ডেলিসিয়স, হট লেবানিজ, ইগল বাইটস পিজা, পৌষ পার্বন, আর কে  চ্যাট সেন্টার, রয় প্যান প্যালেস, তুর্কিসি-য়ানো এবং নলিন চন্দ্র দাস এন্ড সন্স এর মতো নামিদামি ফুড উদ্যোক্তারা তাদের খাবারের সম্ভার নিয়ে হাজির রয়েছেন এই ফেস্টিভ্যালে।

মাত্র তিনদিনের এই লোভনীয় খাবার খেতে ঝটপট চলে আসতেই হবে অ্যাক্রোপলিস মলে।

মাত্র তিনদিনের এই লোভনীয় খাবার খেতে ঝটপট চলে আসতেই হবে অ্যাক্রোপলিস মলে।