এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

কলকাতার খেলাত ঘোষের বাড়ির পুজো

Sep 29, 2022

Anurupa Chakraborty

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

বনেদি বাড়ির পুজো গুলোর মধ্যে অন্যতম পাথুরিয়াঘাটা ঘোষবাড়ির পুজো।  একে খেলাত ঘোষের পুজো বলা হয়ে থাকে।

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

বছর দুয়েক পর রোগমুক্ত পুজো, তাই এবার কোনওরকম আপস নেই। পুজোর আয়োজনে খামতি থাকছে না একেবারেই।

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

আলো আঁধারে সেজেছে বাড়ি। উমার আপ্যায়নে ব্যাস্ত পরিবারের সদস্যরা। ১৬৫ বছরের পুরনো এই পুজো। এমনকি একে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে।

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

পরিবারের সদস্যরা নিজেরাই দিচ্ছেন আল্পনা, মাতৃ মূর্তি সেজে উঠেছেন বনেদি সাজে। বাড়ির খুদে সদস্য জেনে নিচ্ছে সব নিয়ম। এই পরম্পরা বজায় রাখতে হবে তো।

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

মহাত্মা গান্ধী থেকে রামকৃষ্ণ পরমহংস কেউ বাদ নেই। এই বাড়ির মাতৃ আরাধনায় এসেছিলেন অনেকেই। বঙ্কিম বাবুও এসেছিলেন এই পুজোয়।

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

আর সময় হাতে নেই। মায়ের আসার সময় হল যে। বাড়ির পুজোর খুঁটিনাটি দেখতে ব্যাস্ত খুদে সদস্যও।

এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

আজ মহা চতুর্থী, সকলকে শারদ শুভেচ্ছা