Jan 20, 2023
Anurupa Chakraborty
আসলেই কি সত্যি, নাকি এর পেছনেও কোনও যুক্তি রয়েছে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন চুল ছাটার সঙ্গে চুল বাড়ার কোনও সম্পর্ক নেই।
স্ক্যাল্পের ফলিসেলস থেকে চুল গজায়। তাই এর শেষপ্রান্তের সঙ্গে সম্পর্ক নেই।
চুল কাটলেই যে চুল বাড়বে এটা সম্পূর্ন মন রাখার মত কথা।
তবে, চুল কাটলে চুল হেলদি থাকবে। এটিকে প্রতিদিনের হেয়ার কেয়ার রুটিন হিসেবে গণ্য করা যায়।
যদি, চুল খুব শুষ্ক এবং জেল্লাবিহীন হয় তবে, দুই তিনমাস অন্তর একে কাটা দরকার।
তবে, একথাও সত্যি চুলের নিচ সরু হয়ে গেলে একে কেটে ফেলা দরকার।