কলকাতার গর্ব কালীঘাট মন্দিরের সংস্কার চলছে। 

কলকাতার গর্ব কালীঘাট মন্দিরের সংস্কার চলছে। 

ছবি- শশী ঘোষ

Feb 26, 2024

Chinmoy Bhattacharya

কালীঘাট কলকাতার বিখ্যাত সতীপীঠ। 

ছবি- শশী ঘোষ

১৮০৯ সালের পর ফের মন্দির চত্বরে বড়সড় সংস্কার হচ্ছে। 

ছবি- শশী ঘোষ

কালের দাপটে অনেক পোড়ামাটির টুকরো ধ্বংস হয়ে গিয়েছে।

ছবি- শশী ঘোষ

দক্ষিণেশ্বরের মতো এখানেও তৈরি হবে স্কাইওয়াক।

ছবি- শশী ঘোষ

৫০০ মিটার লম্বা এবং সাড়ে ১০ মিটার চওড়া স্কাইওয়াক তৈরিতে খরচ পড়েছে প্রায় ৮০ কোটি টাকা।

ছবি- শশী ঘোষ

মন্দিরের চূড়া ৫০ কেজি সোনা দিয়ে মুড়ে ফেলা হবে। 

ছবি- শশী ঘোষ

২০১৯ সালে কলকাতা পুরসভাকে কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

ছবি- শশী ঘোষ

প্রায় চার বছর কেটে গেলেও সেই কাজ শেষ হয়নি। 

ছবি- শশী ঘোষ

তারপর কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব দেওয়া হয় রিলায়েন্স গোষ্ঠীকে।

ছবি- শশী ঘোষ

২০২৩ এর জুন থেকেই রমরমিয়ে কাজ শুরু হয়।

ছবি- শশী ঘোষ

স্কাইওয়াক কালীঘাটের মন্দির থেকে চলে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে।

ছবি- শশী ঘোষ