মে ডে উপলক্ষে কলকাতা সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের...

May 05, 2024

Anurupa Chakraborty

প্রতিদিন এই মারাত্মক গরমে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেদের গায়ের জোরে পৌঁছে দেন যারা, সেই সব টানা রিক্সাচালকদের নিয়েই উদযাপিত হল অনুষ্ঠান...

ক্যাফে দ্যা এগস্প্রেসোর তরফ থেকেই সেদিন আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। যারা আমাদের প্রতিদিনের জীবনে নানা উপায়ে সাহায্য করে থাকেন, তাদের উদযাপন করতেই এই প্রচেষ্টা...

এইদিন তাদের জন্য বিশেষ লাঞ্চ মেনুর আয়োজন করা হয়। সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অনেকেই।

পরিচালক অভিনেতা সৌরভ চক্রবর্তী থেকে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, হাজির হয়েছিলেন অনেকেই।

সৌরভ চক্রবর্তী বলেন, আমি খুব আপ্লুত এধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। শেষ দুবছর মানুষের জন্য ভয়ঙ্কর কিছু গিয়েছে। এই ধরনের উদ্যোগ সমাজের জন্য খুব  দরকারী। অপরকে সাহায্য করলে, নিজের জীবন এমনই ভাল কাটে।

অন্যদিকে সুদীপ মুখোপাধ্যায় বলেন, এধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভাগ্যের দরকার হয়। যারা আমাদের রোজ এত সুবিধা দিচ্ছেন, তাদের জন্য এই বিশেষ দিনে কিছু করাটা একটা দারুণ কাজ। সকলে যে দারুণ খুশি, সেটা দেখেই বুঝতে পারছি।

১লা মে উদযাপিত হয় মে দিবস হিসেবে। শ্রম দিবসের দিন তাদের সকলকে সম্মান জানানো হয় যারা, শ্রম দিচ্ছেন প্রতিনিয়ত। আর শহর কলকাতায় টানা রিক্সা চালকদের অনেক পুরোনো পেশা। যদিও, সেই পেশার চাহিদা এখন অনেক কমেছে।