কলকাতা স্ট্রীট মিউজিক ফেস্টিভ্যাল উদযাপিত হল এই শহরে।
Dec 31, 2022
Anurupa Chakraborty
পথ শিল্পীদের সঙ্গীত এবং শিল্পকর্মকে সঙ্গে নিয়েই এই মিউজিক ফেস্টিভ্যালের সিজন থ্রির সুচনা হয়।
গ্রামের পথশিল্পীদের ভোরবেলা ভক্তিমূলক গান হোক, কিংবা বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের মিউজিক, প্রধান মঞ্চ হিসেবে যেন এরাও সুযোগ পায় তাঁরই সুচনা হয়েছে।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ২৪ ডিসেম্বর, ২০২২-এ কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন থ্রি এর নিবেদক ছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি, সোমা দাস, ড্যাফোডিল ইনকর্পোরেটের সহযোগিতায় সুদীপ্ত চন্দ এর এ এক অনন্যসাধারণ উদ্যোগ।
শুরু হলো শরৎ বিদ্যুৎ মেমোরিয়াল এর ব্যান্ড পার্টির সুরে,সুরে। পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান শোনালেন শচীন সাহেবের গান ওহাঁ কৌন হ্যাঁ তেরা মুসাফির, ছিলেন শহরের দুই যুবক সৌরজ্যোতি- কৃষ্ণেন্দু (থার্ড স্টেজ) তাঁরা পরিবেশন করেন পথের গান।
জাতীয় পুরস্কার বিজয়ী পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকরের সাথে নূরদ্দিন চিত্রকর শোনালেন চন্ডী মঙ্গলের গান, সুবল দাস বৈরাগ্য, ধনেশ্বর দাস বৈরাগ্য সঙ্গে বাংলার ঢাকি পরেশ দাস, উত্তম দাস-দের নিয়ে বহুরূপীর সংলাপ,নৃত্য- গীত পরিবেশন করেন দুর্গার গান।
গানে গানে ভরে উঠেছিল চারপাশ। একে একে সুন্দর সব গানের উপহার দিলেন অনেকেই।
দ্য ড্রিমার্স এর সুদীপ্ত চন্দ জানালেন, "এটি সেইসব সঙ্গীতশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব, বরং এটিকে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে।