ডিওড্রেন্ট হিসেবে লেবু কতটা ভাল?

Jan 04, 2023

Anurupa Chakraborty

বিশেষ করে আন্ডার আর্মসের জন্য ক্ষার যুক্ত ডিও একেবারেই ঠিক নয়।

সেই জায়গায় লেবু কতটা হেলদি? জেনে নেওয়া যাক!

লেবু কীভাবে সাহায্য করে? ব্যাকটেরিয়া মেরে ফেলে, দুর্গন্ধ দূর করে। সহজেই এটা পাওয়া যায় এবং প্রকৃতির কোনও ক্ষতি হয় না।

কিভাবে ব্যবহার করবেন? সপ্তাহে তিনদিন ব্যবহার করা যায়। বগলে বেশ কয়েকবার ঘষে নিন। তারপর দশ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিন। ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

শুধু যে বগলের দুর্গন্ধ দূর করে এটা নয় বরং, স্কিনের ওপর যে কালো দাগ থাকে সেটিও দুর করে।

ডিওড্রেন্ট থেকে কী কী ক্ষতি হতে পারে? প্রতিদিন এর ব্যাবহার ব্রেস্ট ক্যানসার, আলজেইমার, হরমোন সমস্যা, স্কিন ক্যানসারের থেকে রক্ষা করে।

তাই আজ থেকে ডিওর জায়গায় লেবু ব্যবহার করে দেখতে পারেন।