পেঁয়াজের রস কি চুল পড়া কমাতে পারে?

Dec 15, 2022

Anurupa Chakraborty

অনেকেই বলেন ছাচি পেঁয়াজ, চুলের পক্ষে বেশ ভাল?

পেঁয়াজের রস চুল পড়ার সম্ভাবনা কমাতে পারে। পুষ্টিবিদ আঁচল পান্থ জানাচ্ছেন....

বাড়িতে থাকা যেকোনও জিনিস দিয়ে সহজেই হোম রেমেডি বানানো সম্ভব। কারণ এগুলো ব্যবহার করা সহজ।

ডার্মাটোলজিস্ট বলছেন, চুল কেরাটিন দিয়ে তৈরি। পেঁয়াজের রস সালফার সমৃদ্ধ। চুলের স্ক্যাল্পে এটি শুকনো ভাব কমায়।

আলোপসিয়া জাতীয় সমস্যা দূরে করে পেঁয়াজের রস। ফলেই চুল বৃদ্ধি পেতে পারে।

তবে পেঁয়াজের রস সকলের চুলের পক্ষে একেবারেই ভাল না। কারওর খুশকির উপদ্রব বাড়িয়ে তোলে আবার কারওর চুলকানি হয়।

চিকিৎসক বলছেন, তাঁদের পরামর্শ ছাড়া একেবারেই পেঁয়াজের রস চুলে দেওয়া ঠিক নয়।