রি-সাইকেল পণ্য দিয়ে বানানো ছোটদের দুর্গা প্রতিমা

Sep 29, 2022

Anurupa Chakraborty

মাতৃ মূর্তির আরাধনায় টেকনো ইন্ডিয়া স্কুলের পড়ুয়ারা। টেকনো ইন্ডিয়ার গ্রুপের অন্যান্য সদস্যরাও রয়েছেন এই দলে। শিক্ষকরাও ছিলেন তাঁদের সঙ্গে। 

বিশেষ এই মূর্তি উন্মোচিত হল গতকাল। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায় চৌধুরী এবং ব্রততী বন্দ্যোপাধ্যায়।

ফেভিকল ড্রাম, রঙের ড্রাম, স্যানিটাইজিং এবং কেমিক্যাল ড্রাম, ছাড়াও পাইপ বিভিন্ন ধরনের কেসিং , বোল্ট, স্ক্রু দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা।

পুজো মানেই ঢাকের আওয়াজ। এখানেও ব্যতিক্রম নয়। উৎসবের আমেজে বেজে উঠল ঢাক। তারসঙ্গে ধুনুচি নাচ, সবমিলিয়ে আয়োজন ছিল দেখবার মত।

সল্টলেকের মেইন ক্যাম্পাসে রাখা রয়েছে এই প্রতিমা। মানসী রায় চৌধুরী বলেন, আমরা টেকনো গ্রুপ সবসময়ই উল্লেখযোগ্য কিছুর চেষ্টা করি, যাতে সৃজনশীলতা থাকে। এবারও তাঁর ব্যাতিক্রম নয়।

ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এমন প্রতিমা বানানো যায় তা না দেখলে বিশ্বাসই হবে না। ১১.৫ ফুটের এই প্রতিমা।

চারিদিকে সাবেকি সাজ, কিংবা থিমের আয়োজন। তাঁর মাঝে এমন এক বিশেষ দেবী মূর্তি বানিয়ে নিতান্তই তাক লাগিয়েছেন টেকনো গ্রুপের সদস্যরা তা বলাই যায়। জিনিস বর্জন করা নয়, বরং তাঁকে ব্যবহার করে এহেন সৃষ্টির মাধ্যমেই নতুনত্ব আনা সম্ভব।