শরীরকে সতেজ রাখতে ঘুম সঠিক মাত্রায় হওয়া প্রয়োজন, সত্যি?

Feb 24, 2023

Anurupa Chakraborty

সারাদিনে খাটাখাটনির পর অন্তত ৮ ঘণ্টা ঘুমানো খুব দরকার, নইলে বড়ই মুশকিল!

ঘুম কিন্তু মানুষের জন্য খুব দরকার। এর থেকে মেটাবোলিজম ঠিক থাকে। শারীরিক গ্রোথ এবং মাসেলে ব্যাথা কমাতে সাহায্য করে।

অতিরিক্ত মাত্রায় শরীরচর্চাও কিন্তু খারাপ হতে পারে।  গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম মাইটোকন্ড্রিয়া ব্রেকডাউন করতে পারে। যাতে নানা কিছু বাঁধা-বিপত্তি দেখা যেতে পারে।

পেশীর জোর বাড়াতে গেলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। কারণ, যখন শরীরে প্রোটিন যোগ হয় তখন সেই রেশ প্রায় গোটা দিন থাকে। যার জন্য বিশ্রাম দরকার।

আবার শরীরে অতিরিক্ত গ্লুকোজের মাত্রা কমে গেলেও কিন্তু অসুবিধা হতে পারে। সুতরাং যেটা মাথায় রাখত হবে, যে সঠিক খাবার খাওয়া খুব দরকার।

কীভাবে ঘুমাবেন সঠিকভাবে? ঘরে হালকা আলো বা হালকা সুর অবশ্যই রাখবেন। এতে মাথা ঠাণ্ডা থাকে।

স্লিপ সাইকেল বজায় রাখুন। নির্দিষ্ট সময়ে সব কাজ হওয়া খুব দরকার।

দিনের বেলায় সক্রিয় থাকুন। রাতের দিকে যতটা সম্ভব শান্ত থাকাই শ্রেয়।