রাইস ওয়াটার অথবা চাল ধোয়া জলের উপকার জানেন?

Oct 14, 2022

Anurupa Chakraborty

কোরিয়ান বিউটি আইটেমের মধ্যে অন্যতম এই রাইস ওয়াটার। যা স্কিনের নানান সমস্যা দুর করে।

আপনার ত্বক খুবই শুষ্ক এবং খসখসে? তাহলে চাল ধোয়া জল সারাদিন অন্তত একবার ব্যবহার করুন।

খুশকির ধাত কিংবা চুলের ডগা ফাটা? তবে চাল ধোয়া জল চুলে লাগিয়ে কিছুক্ষণ বসে থাকুন। তারপর শ্যাম্পু করে নিন।

চোখের তলায় কালি দেখে বিরক্ত? ঠান্ডা রাইস ওয়াটার তুলোয় ভিজিয়ে চোখে দিয়ে রাখুন। ফলাফল পাবেন।

সূর্যের আলোর জেরে ট্যান পড়েছে স্কিনে? এর থেকে ভাল সমাধান আর নেই। রাতে বাড়ি ফিরেই এটি অ্যাপ্লাই করুন।

প্রতিদিন সকালে আধা গ্লাস চাল ধোয়া জল আপনার পেটের পক্ষেও ভাল কাজ করতে পারে। এটি আপনাকে সারাদিনের শক্তি যোগাবে।

রাইস ওয়াটার ল্যাভেন্ডার অয়েল, অ্যালোভেরা এমনকি শিয়া বাটারের সঙ্গে ভাল ভাবে কাজ করতে পারে।