Jan 08, 2023
Anurupa Chakraborty
শীতকাল মানেই শুকনো আবহাওয়া তাঁর সঙ্গে রুক্ষ ত্বক। মাথার স্ক্যাল্পে এইসময় খুসকির আনাগোনা বাড়তে পারে। সেই থেকেই সমস্যার সূত্রপাত।
খুসকি এমনিতেও চুল এবং স্কিনের পক্ষে ভাল না। কিন্তু আরও কিছু কারণে বাড়তে পারে এই স্ক্যাল্প অ্যাকনের সমস্যা। কী করবেন?
ক্ষারযুক্ত চুলের হেয়ার প্রোডাক্ট একদম ব্যবহার করবেন না। প্রয়োজনে পরামর্শ নিন চিকিৎসকের।
খুসকি যাতে না হয় সেই চেষ্টা করুন। তেল এবং ক্রিম জাতীয় পণ্য চুলের ক্ষেত্রে এসময় ব্যবহার না করলেই ভাল।
শীতকাল মানেই অনেকে স্নান এড়িয়ে যান। এটি একদম করবেন না। সপ্তাহে অন্তত দুই দিন শ্যাম্পু করতেই হবে।
নতুন পণ্য না জেনে একদম ব্যবহার করবেন না। এবং অজানা কিছু স্কিন তথা চুলের ক্ষেত্রে না লাগানোই ভাল।
যারা শরীরচর্চা করেন, তাঁদের অবশ্যই ভাল করে ওয়ার্ক আউটের পর মাথা মোছা এবং ভেজা তোয়ালে দিয়ে ঘাম মুছে নেওয়া খুব দরকার।