ছবি- ইনস্টাগ্রাম

আজ আবিরের জন্মদিন...

Nov 18, 2022

Anurupa Chakraborty

  ছবি- ইনস্টাগ্রাম

ক্রস কানেকশন দিয়ে শুরু। আবিরকে দেখেই মন হারিয়েছিলেন বঙ্গ-তনয়ারা।

  ছবি- ইনস্টাগ্রাম

অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার না পেলেও তার অভিনীত ছবি বিসর্জন শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে বিবেচিত হয়েছে। 

  ছবি- ইনস্টাগ্রাম

টেলিভিশনে রাজ চক্রবর্তীর প্রলয় আসছে সুপারহিট। নজর কেড়েছিলেন আবির।

  ছবি- ইনস্টাগ্রাম

খুদেদের সঙ্গে বেজায় ভাল সম্পর্ক তাঁর। বাচ্চাদের দারুণ ভালবাসেন আবির।

  ছবি- ইনস্টাগ্রাম

অমিতাভের এক বিরাট ভক্ত আবির। শুধু তাই নয়, অমিতাভের গলার আওয়াজ কপি করার চেষ্টা করতেন আবির।

  ছবি- ইনস্টাগ্রাম

ক্রিকেট খেলতেও ভালবাসেন। মাঝেমধ্যে টলিপাড়ার ক্রিকেট মাঠেও দেখা যায় তাঁকে। শচীন তাঁর অন্যতম পছন্দের প্লেয়ার। 

  ছবি- ইনস্টাগ্রাম

আবির মানেই গালে কাটা দাগ। কথায় বলে, দাগ তখনই ভাল যখন সে আবির চট্টোপাধ্যায়।

  ছবি- ইনস্টাগ্রাম

কাজ করেছেন দুই বিখ্যাত গোয়েন্দা হিসেবে। ফেলুদা এবং ব্যোমকেশ ছাড়াও সোনাদা। ভিন্ন চরিত্রে তাঁকে দেখা গেছে গোয়েন্দাগিরি করতে।