আজ এক যুগনায়কের জন্মদিন। স্বামী বিবেকানন্দের জন্মদিনে দেখে নিন কারা কারা অভিনয় করেছেন এই মহাপুরুষের চরিত্রে।

Jan 12, 2023

Anurupa Chakraborty

হিন্দু ধর্মকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার নেপথ্যে যে কারিগর, তিনি স্বামী বিবেকানন্দ। তার চরিত্রে অভিনয় একেবারেই সহজ কাজ নয়।

সেই জ্ঞান, সেই মহত্ব ঔদার্য এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী - এমন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন যারা।

১৯৫৫ সালে স্বামী বিবেকানন্দ ছবির পরিচালনা করেন, অমর মল্লিক। তাতে অভিনয় করেছিলেন, অজিত প্রকাশ, ভারতী দেবী, অনুভব গুপ্ত।

১৯৯৪ সালে সর্বাদমন ডি বন্দোপাধ্যায় অভিনয় করেছেন বিবেকানন্দের চরিত্রে।

১৯৬৪ সালে বীরেশ্বর বিবেকানন্দ ছবিতে যুগনায়কের চরিত্রে অভিনয় করেছেন অমরেশ দাস।

২০১৩ সালে বিবেকানন্দের চরিত্রে অভিনয় করেছেন দীপ ভট্টাচার্য।

সাহেব চট্টোপাধ্যায়কে দেখা গেছে স্বামী বিবেকানন্দ হিসেবে। যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনিও।

খুদে বিবেকানন্দ হিসেবে অভিনয় করেছেন সাফল্য দেবনাথ।