কোয়েল মল্লিক দেবী দুর্গা হিসেবে বেশ জনপ্রিয়। প্রথমে জি বাংলায় তারপর কালার্স বাংলায় - দুবারই নিজের অভিনয় এবং অনুষ্ঠান দিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
Sep 12, 2022
Anurupa Chakraborty
মিমি চক্রবর্তী স্টার জলসার পর্দায় সেজেছিলেন দুর্গা হিসেবে। যদিও তাঁকে নিয়ে শোরগোল কম হয়নি। বিশেষ করে দেবী দুর্গার স্টাইল সেগমেন্ট নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।
টেলিভিশনের বাহা রনিতা দাস দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবারও মা দুর্গার ভূমিকায়। এর আগে অনেকবার এই চরিত্রে অভিনয় করেছেন। জানিয়েছিলেন, দেবীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা সবথেকে কঠিন এবং চ্যালেঞ্জিং। জি বাংলায় দুর্গা হচ্ছেন অভিনেত্রী।
দিতিপ্রিয়া রায় দুর্গা সেজেছিলেন, জি বাংলার পর্দায়। রানী রাসমণি খ্যাত এই অভিনেত্রী নিজের অভিনয় এবং নাচের মাধ্যমে নজর কেড়েছিলেন।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় দুর্গা হিসেবে অভিনয় করেছিলেন জি বাংলার পর্দায়। দশরুপে দশভূজা - অনুষ্ঠানে দেবীর নানান রূপে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তাকে লাগছিলও বেশ!
ঋতুপর্ণা সেনগুপ্ত এবার দুর্গার চরিত্রে কালার্স বাংলায়। যদিও তাঁকে দেবীর চরিত্রে দেখেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকরা।
দূরদর্শনের সেই মহিষাসুরমর্দিনীর কথা কে-ই বা ভুলতে পারে। সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সে অভিনয় আজও বাঙালির মণিকোঠায়।