ছবি-ইনস্টাগ্রাম
গতকাল সন্ধ্যে হতেই খারাপ খবর। হঠাৎ করেই ব্রেন স্ট্রোক ঐন্দ্রিলা শর্মার। অভিনেত্রী ভর্তি হাওড়া হাসপাতালে।
Nov 03, 2022
Anurupa Chakraborty
ছবি-ইনস্টাগ্রাম
দুবার ক্যানসার জয়ী তিনি। এবারও লড়াই করছেন ফুল ফোর্সে। সূত্রের খবর, গতকাল রাতে চোখ খুলেছিলেন তিনি।
ছবি-ইনস্টাগ্রাম
দেড় বছর লাগাতার লড়াইয়ের পর শিরদাঁড়ার ক্যানসার থেকে সেরে উঠেছিলেন। তবে, বিপদ যেন পিছু ছাড়ছে না তাঁর।
ছবি-ইনস্টাগ্রাম
বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা জিয়ন কাঠি ধারাবাহিকের জনপ্রিয় মুখ। প্রতিশ্রুতি দিয়েছিলেন সুস্থ হয়ে ফিরবেন।
ছবি-ইনস্টাগ্রাম
রান্নাঘর থেকে মহালয়ার অনুষ্ঠান, ধীরে ধীরে ফিরছিলেন শুটিং ফ্লোরে।
ছবি-ইনস্টাগ্রাম
এদিকে, মেয়ের লাগাতার অসুখে যেন মন মানছে না মায়ের। ভেঙে পড়েছেন তিনিও।
ছবি-ইনস্টাগ্রাম
তাঁর এই সময়েও সঙ্গে রয়েছেন কাছের মানুষ সব্যসাচী চৌধুরী। ছায়াসঙ্গী হিসেবে সেদিনও ছিলেন আজও রয়েছেন। সবকিছুই নিজের দায়িত্বে দেখছেন সব্যসাচী।
ছবি-ইনস্টাগ্রাম
পাড়া প্রতিবেশী সকলের মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট। কিন্তু তারপরেও, বিশ্বাস এক জায়গাতেই। ঐন্দ্রিলা যোদ্ধা, ফিরে আসতেই হবে।