ঐন্দ্রিলা এক অনুপ্রেরণার নাম, এক লড়াইয়ের নাম। তবে আজ সব শেষ, টানা ২০ দিনের লড়াই কিন্তু শেষরক্ষা হল না। হার মানল বছর ২৪ এর মেয়ে।
Nov 20, 2022
Anurupa Chakraborty
মাত্র পেরিয়েছেন ২৪টা বসন্ত! তাঁর মধ্যেই বিরাট জীবন যুদ্ধ। টানা এতগুলো বছর ক্যানসার থেকে ব্রেন স্ট্রোক হেরে গিয়েও যেন জিতে গেলেন আজ।
মাত্র ১৮ বছর বয়সে ক্যানসার সংক্রমণ। তখনও সব্যসাচীর সঙ্গ পাননি। কিন্তু তারপর? শুরু রূপকথার এই প্রেমকাহিনীর।
টলিপাড়া থেকেই আলাপ। একই ধারাবাহিকে কাজ করেছেন দুজনে। সেই থেকেই প্রেমের শুরু। তারপর শক্ত হাতে ধরে রেখেছিলেন সব্যসাচী, হারতে দেয়নি কাছের মানুষটাকে।
দ্বিতীয়বারের লড়াইয়ে পাশে ছিলেন সব্যসাচী। কেমোথেরাপি শুরু হতেই পরে গিয়েছিল চুল। আর তাঁর সঙ্গে সব্যসাচী কেটে ফেলেছিলেন নিজের চুলও।
ফিরেছিলেন ক্যানসারকে জয় করে। কাজ শুরু করেছিলেন। সব্যসাচীর বই প্রকাশের দিনগুলোতেও সঙ্গে ছিলেন ঐন্দ্রিলা। দীর্ঘ ২০ দিন, এক মুহূর্তও কাছছাড়া করেননি।
শেষযাত্রায় আজও পাশে রয়েছেন সব্যসাচী। ঠিক যেন রাজকন্যার বেশে ফিরেছেন। সবার মধ্যে বেচেঁ থাকবেন তিনি। হাতটা ছেড়ে গেলেও তাঁকে মনে বাঁচিয়ে রাখতে চান সকলে।
আজ গভীর শোকে সব্যসাচী। ফেসবুক থেকে বিদায় নিয়েছেন তিনি। এখনও নিজের দায়িত্বে সামলাচ্ছেন সবটা। সেজেগুজে ওপারে পাড়ি দিয়েছেন জিয়নকাঠির তুলি।