বিপাকে ঐশ্বর্য্য রাই বচ্চন। আয়কর না দেওয়াতেই বিপদে অভিনেত্রী।

Jan 18, 2023

Anurupa Chakraborty

একবছর ধরে জমা দেননি আয়কর। মহারাষ্ট্রের নাসিকের কাছে যে সম্পত্তি রয়েছে তাঁর টাকা জমা দেননি অভিনেত্রী।

ঘটনা প্রসঙ্গে নোটিশ গিয়েছে অভিনেত্রীর কাছে। আয়কর হোক দেওয়ার খাতিরে তাঁকে তলব করাও হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয় নি।

সম্পূর্ন বিষয় একেবারেই এড়িয়ে গিয়েছেন ঐশ্বর্য্য। অভিনেত্রী হাজিরা দেন নি আয়কর দপ্তরে।

সম্পূর্ন, ২১ হাজার ৯৬০ টাকা দেওয়ার কথা ঐশ্বর্য্যর। নাহলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

জানুয়ারি মাসের শুরুতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে তবে এখনও কোনও হেলদোল নেই।

উল্লেখ্য, কাজের ক্ষেত্রে মনিরত্নমের ছবিতে তাঁকে দেখা গেছে। সেই ছবির সাফল্য আকাশছোঁয়া।

সামনের দিনেও দক্ষিণী নানা ছবিতে তাঁর উপস্থিতি দেখা যাবে।