অক্ষয় নয়, আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। দিল্লির চাঁদনী চকের সেই ছেলে বলিউডের খিলাড়ি কুমার।

Sep 09, 2022

Anurupa Chakraborty

  

অভিনয় জগতের সঙ্গে সম্পর্ক হবে এ যেন ভাবতেও পারেননি। মার্শাল আর্ট ট্রেনিংয়ের সময় থেকেই ব্যাংককের একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন অক্ষয়।

 বলিউডের হিরোদের মধ্যে অন্যতম ব্যক্তি যিনি নিজের স্টান্ট নিজেই করেন। বিপদকে ভয় করেন না একেবারেই। 

আজও জীবনের প্রথম গাড়ি, মোটরবাইক আগলে রেখেছেন অক্ষয়। নিজস্ব জীবনে যথেষ্ট আবেগপ্রবণ অভিনেতা।

ভোর চারটে উঠে শরীরচর্চা করেন। মুম্বাই বীচ থেকে নিজের জিম - একেবারেই নিজেকে ফিট রাখায় খামতি রাখেন না।

বলিউডের সবথেকে ব্যস্ত অভিনেতা। একের পর এক সিনেমা। একটি সিনেমা করতে ২ থেকে ৩ মাস সময় নেন অভিনেতা।

একের পর এক খিলাড়ি নামের ছবি, খিলাড়ি থেকে খিলাড়ি ৭৮৬। তার নামের সঙ্গে জুড়ে যায় বলিউডের খিলাড়ি কুমার। 

আজ ৯ই সেপ্টেম্বর, অক্ষয় কুমারের জন্মদিন