Jan 08, 2023
Anurupa Chakraborty
পাপারাজ্জিদের সঙ্গে সাক্ষাতের সময় ছোট্ট রাহার ছবি তুলতে নিষেধ করেন বাবা রণবীর।
মিট অ্যান্ড গ্রিট উপলক্ষে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন আলিয়া ও রণবীর। মেয়েও ওখানেই ছিলেন। কিন্তু ভদ্র নম্র ভাবেই তাঁরা সকলের কাছে অনুরোধ করেন।
একেবারেই পুঁচকে সে, এখন ছবি তোলা একেবারেই ঠিক নয় বলেই জানিয়েছেন তাঁরা।
মেয়েকে আপাতত মিডিয়ার নজর থেকে দূরেই রাখতে চান তাঁরা। সেই কারণগুলিও উল্লেখ করেছেন।
সঠিক সময় এবং রাহার সঠিক বয়সে সকলের সামনেই নিজের আদরের সন্তানকে নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন দুজনে।
মেয়ে রাহা এখন মাস দুয়েকের। নভেম্বরের ৬ তারিখ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এখন অনেকটাই সুস্থ তিনি।
মেয়েকে আপাতত মিডিয়ার নজর থেকে দূরেই রাখতে চান তাঁরা। সেই কারণগুলিও উল্লেখ করেছেন।