Jan 20, 2023
Anurupa Chakraborty
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এর বিয়েতে কারা কারা এলেন?
সচিন এবং অঞ্জলী তেন্ডুলকরকে দেখা গেল আশীর্বাদের অনুষ্ঠানে। ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেল দুজনকেই।
রাজু হিরানি, বিধু বিনোদ এবং অনুপমা চোপড়াকেও দেখা গেল।
ভাইপোর বিয়েতে হাজির হয়েছিলেন অনিল আম্বানি এবং টিনা মুনিম।
ডিজাইনার সন্দীপ খোসলাও গিয়েছিলেন অনুষ্ঠানে।
শ্রেয়া ঘোষালকে তথাকথিত অন্যান্য অনুষ্ঠানে দেখা না গেলেও এদিন তাঁকে লাল সারারা সুট এ দেখা গেল।
আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এসেছিলেন আশীর্বাদের অনুষ্ঠানে।
বলিউডের সকলের মধ্যে করণ জোহর থাকবেন না এও আবার হয়? শেরওয়ানি পড়ে হাজির হলেন তিনিও।
অক্ষয় কুমারের উপস্থিতিও ছিল আশীর্বাদের অনুষ্ঠানে।
সস্ত্রীক এসেছিলেন বরুণ ধাওয়ান। দুজনকেই ট্র্যাডিশনাল পোশাকে মানিয়েছে দারুণ।
আইভরি রঙের পোশাকে একেবারেই দেশী গার্ল সেজে এসেছিলেন সারা আলি খান। তাঁর লুক মুগ্ধ করেছে অনেককেই।
একদম ভিন্ন ক্যাজুয়াল পোশাকে ধরা দিলেন জন আব্রাহাম।
শাহরুখ সপরিবারে উপস্থিত থাকলেও ক্যমেরার সামনে দাঁড়ালেন শুধু গৌরী এবং আরিয়ান।
মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে এলেন ঐশ্বর্য্য। যদিও মা মেয়েকে টুইন বলেই সম্বোধন করলেন সকলে।
ভিকি ব্যস্ত শুটিংয়ে। তাই, একাই দেখা গেল ক্যাটরিনা কাইফকে। সাদা পোশাকে নজর কাড়লেন তিনিও।
দীপিকা রণবীর না থাকলে পার্টি জমে? দুজনেই ধরা দিলেন ক্যমেরার সামনে। শুধু তাই নয়, অনবদ্য লাগছিল দুজনকে।