ছবি- ইনস্টাগ্রাম
দীপাবলির আগেই পার্টি, বলিউডের একঝাঁক তারকার উপস্থিতিতে প্রাক দীপাবলির পার্টি দিলেন আয়ুষ্মান তাহিরা।
Oct 17, 2022
Anurupa Chakraborty
ছবি- ইনস্টাগ্রাম
তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অনেকেই। সাদা হলুদ ইন্দো ওয়েস্টার্ন পোশাকে তাক লাগলেন কৃতি শ্যানন।
ছবি- ইনস্টাগ্রাম
রেডিয়ান গ্রিন পোশাকে ফেস্টিভ মুডে দেখা গেল রকুল প্রীতকে, হাসিমুখে অভিনেত্রী কুশল বিনিময় করলেন।
ছবি- ইনস্টাগ্রাম
সস্ত্রীক উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান। পরনে কমলা পাঞ্জাবী, এদিকে স্ত্রী নাতাশা পড়েছেন নীল শাড়ি। তারাও শুভেচ্ছা বিনিময় করলেন।
ছবি- ইনস্টাগ্রাম
এদিকে, হুমা কুরেশি একেবারে ফিউশনে সাজলেও পার্টি ভাইবে মানানসই। কালারফুল পোশাকে বেশ লাগছিল তাঁকে।
ছবি- ইনস্টাগ্রাম
পরনে লাল শাড়ি, হাতে উপহার তাপসী পান্নু একেবারে ট্র্যাডিশনাল পোশাকে। দিব্য লাগছিল তাকেও।
ছবি- ইনস্টাগ্রাম
উপস্থিত ছিলেন, রিতেশ জেনেলিয়া এবং সলমন খানের বোন অর্পিতা খান। উৎসবের আনন্দে মেতেছিলেন তারাও।
ছবি- ইনস্টাগ্রাম
নীল ব্রকেট পাঞ্জাবিতে হাজির হলেন কার্তিক আরিয়ান। হাসি ধরছে না অভিনেতার।
ছবি- ইনস্টাগ্রাম
রাজকুমার রাও - পত্রলেখা দিব্য নজর কাড়লেন। পত্রলেখা পড়েছেন ইন্দো ওয়েস্টার্ন গোলাপী শাড়ি এবং রাজকুমার হালকা নীল পাঞ্জাবী।
ছবি- ইনস্টাগ্রাম
নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীকে দেখা গেল পার্টিতে। সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন তারাও।
ছবি- ইনস্টাগ্রাম
সদ্য বিবাহিত আলি ফজল এবং রিচা চাড্ডার উপস্থিতি চার চাঁদ লাগিয়ে দিল পার্টিতে। বিয়ের পর প্রথম একসঙ্গে ধরা দিলেন।
ছবি- ইনস্টাগ্রাম
করণ জোহর, মণীশ মালহোত্রা এবং অনন্যা পাণ্ডে এলেন একসঙ্গে। সকলের উপস্থিতিতে তারাও সামিল ছিলেন।