Dec 01, 2022
Anurupa Chakraborty
দুই পরিবারের সম্মতিতেই গাঁটছড়া বেঁধেছে তাঁদের। পরিবারের নিয়ম কিছুটা আলাদা হলেও ভালবাসা থাকলে আর চিন্তা কি?
পরিচালক মশাই নিজেও বেশ উত্তেজিত, বিয়ের শুট নিয়ে। নায়ক নায়িকার বিয়ে বলে কথা।
বিয়ের সাজে সেজেছেন পল্লবী অর্থাৎ পর্না, লাল বেনারসি, ফুলের মালা গয়না, অপরূপা লাগছে তাঁকে।
এদিকে, বরবেশে রুবেল অর্থাৎ সৃজন কিন্তু কম নয়। নিয়ম মেনে জোর পরেই বিয়ে করতে বসেছে সে।
সিঁদুরদানের মুহূর্তে হেসে গড়ালেন সকলে। সিনেমার শুটিং তো কি?
কন্যা সম্প্রদান থেকে খইফেলা সবই হয়েছে নিয়ম মত। ঠিক যেন আসল বিয়ে!
বিয়ের সময় উত্তেজিত মুহুর্তের সৃষ্টি হবে তার আভাস অনেকেই পেয়েছে।
এদিকে, বিয়ের অনুষ্ঠান যখন সেটে উপস্থিত সকলে। আলাদাই আনন্দ ফ্লোর জুড়ে।