Feb 04, 2023
Anurupa Chakraborty
বিরাট চ্যালেঞ্জিং চরিত্র। বেশ কয়েকমাস আগে নটির ভূমিকায় দেখা গিয়েছিল ফার্স্ট লুক। রুক্মিণীকে প্রশংসায় ভরিয়েছিলেন সকলে। তবে, ছবির অন্যান্য চরিত্রে আর যারা রয়েছেন তাঁরা কারা?
গিরিশ চন্দ্র ঘোষের ভূমিকায় থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনেতা বললেন, রামকমল যখন এই গল্পটা আমায় শোনায়। অবাক হয়ে গিয়েছিলাম। ওর ভাবনা চিন্তা ভীষণ অন্যধরনের। বিনোদিনীর চোখে গিরিশ চন্দ্র ঠিক কেমন এটাই ফুটে উঠবে এই চরিত্রে।
গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীর আফসার আলি, অর্থাৎ সকলের প্রিয় মীরকে। বিনোদিনীকে থিয়েটারের সঙ্গে পরিচয় করিয়েছিলেন গুরমুখ রাই। বললেন, আমি পুরুষ হিসেবে নিজেকে ধিক্কার জানাই। বিনোদিনীর শিল্পী এবং সৃষ্টিকে কুর্নিশ জানাতে এত দেরি হয়ে গেল? বাংলা থিয়েটারকে অনেক কিছু দিয়েছেন তিনি। এখন এটাই সুবর্ন সুযোগ।
রাহুল বোস অভিনয় করছেন রাঙা বাবুর চরিত্রে। অভিনেতা বললেন, এই চরিত্রটা খুব অন্যধরনের। রাঙা বাবু বিনোদিনীকে ভালবাসতেন। এবং এতটাই গভীর ছিল সেই ভালবাসা যে পরোয়া করতেন না। তাঁর খারাপ ভাল দুই সময়েই সঙ্গে ছিলেন। তাছাড়া দেব এবং রামকমলের সঙ্গে জুড়তে পেরে আমার ভাল লাগছে।
ওম সাহানি অভিনয় করছেন কুমার বাহাদুরের চরিত্রে। বললেন, দেব দা যখন এই চরিত্রটা আমায় অফার করেন আমি অবাক হয়েছিলাম। বাংলার শেষ সুপারস্টার দেব দা, আমায় ফোন করে একটি চরিত্র অফার করছেন তাও এমন একটি দারুন চরিত্র যে ভাবতেও পারিনি। মানুষ সারপ্রাইজ পাবেন।
বিনোদিনীর চরিত্র করতে পেরে কেমন লাগছে রুক্মিণীর? অভিনেত্রীর কথায়, শেষ একবছর কোনও ছবিতে হ্যাঁ বলেননি। এই চরিত্রই তাঁর ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে। সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে ওয়ার্কশপ, নাচের ক্লাস সব চলছে নিয়ম মাফিক।
আজই হয়ে গেল ছবির মুহুরত, বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন অভিনেতা এবং প্রযোজক দেব।