ছবি- ইনস্টাগ্রাম
Nov 05, 2022
Anurupa Chakraborty
ছবি- ইনস্টাগ্রাম
গোল্ডেন শিমারি স্লিট পোশাকে ছবি শেয়ার করলেন বঙ্গ তনয়া। নতুন অনুভূতি যে কতটা আনন্দের তা চোখে মুখে পরিষ্কার।
ছবি- ইনস্টাগ্রাম
প্রথমদিন থেকেই করণের সঙ্গ পেয়েছেন। নতুন অতিথি আসছে আর বাবার আনন্দ হবে না এও আবার হয় নাকি।
ছবি- ইনস্টাগ্রাম
সুখবর দিয়েছিলেন মাস খানেক আগেই। তবে গুঞ্জন ছিল অনেকদিনের।
ছবি- ইনস্টাগ্রাম
বাঙালি মতে সাধের অনুষ্ঠানে বিপাশাকে লাগছিলও মিষ্টি। সঙ্গ দিয়েছিলেন তাঁর মা এবং করণ নিজেও।
ছবি- ইনস্টাগ্রাম
বেবি বাম্প এর ছবি মাঝেমধ্যেই শেয়ার করছেন বিপাশা।
ছবি- ইনস্টাগ্রাম
এখন বেশিরভাগ সময়ই বিশ্রাম নেন অভিনেত্রী। কাছের মানুষের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন।
ছবি- ইনস্টাগ্রাম
বন্ধুর সঙ্গেও বেজায় মিল তাঁর। নতুন সদস্য আসছে তাঁদের পরিবারেও। বললেন, তোমাদের বউরা যেমন মিষ্টি তেমনই সন্তানরাও মিষ্টি হবে।