Oct 24, 2022
Anurupa Chakraborty
কালো শিফন শাড়িতে অনন্যা ক্যাটরিনা। শুভেচ্ছা জানালেন তিনিও।
বেইজ রঙের অফ শোল্ডার পোশাকে লাস্যময়ী দীপিকা। দীপাবলিতে নিজেই যেন বোম্ব।
ভূমি পেডনেকর দিওয়ালির আনন্দে মশগুল। পরনে হলুদ লেহেঙ্গা উৎসবের আমেজে অভিনেত্রী।
পার্টির মুডে ভিকি কৌশল। ডবল সেলিব্রেশনে মজেছেন অভিনেতা।
মাধুরী দীক্ষিত নিজেই পুজোর আয়োজনে ব্যাস্ত। দীপাবলিতে রঙিন অভিনেত্রী।
সাবেকি সাজে দিওয়ালিতে সোনম কাপুর।
কাজলের পরনে গোলাপি শাড়ি। আলোর উৎসবে মাতলেন তিনিও।
পরিবারের সকলের সঙ্গে উৎসবের দিনে করিনা কাপুর খান। শুভেচ্ছা বিনিময় করলেন বেগম জান।
দীপাবলির দিন বাড়ির পুজোয় অক্ষয়। নিজের হাতে আরতি করলেন অভিনেতা।
পিঙ্ক লেহেঙ্গা মোহময়ী কৃতি। আলোর উৎসবে নিজেই চমকাচ্ছেন।
নব-বিবাহিত আলি-রিচা দিওয়ালিতে সকলের সঙ্গে। উচ্ছ্বাস ধরছে না তাঁদের।
কিয়ারা আদবানীর দীপাবলিতে হাজির কাছের মানুষরা। সিদ্ধার্থ-করণ জোহরের সঙ্গে উৎসবে ভাসলেন।
উর্বশী রাউতেলা সামিল আলোর উৎসবে।