ছবি- ইনস্টাগ্রাম

দিওয়ালিতে তারকাদের শুভেচ্ছা

Oct 24, 2022

Anurupa Chakraborty

ছবি- ইনস্টাগ্রাম

কালো শিফন শাড়িতে অনন্যা ক্যাটরিনা। শুভেচ্ছা জানালেন তিনিও।

ছবি- ইনস্টাগ্রাম

বেইজ রঙের অফ শোল্ডার পোশাকে লাস্যময়ী দীপিকা। দীপাবলিতে নিজেই যেন বোম্ব।

ছবি- ইনস্টাগ্রাম

ভূমি পেডনেকর দিওয়ালির আনন্দে মশগুল। পরনে হলুদ লেহেঙ্গা উৎসবের আমেজে অভিনেত্রী।

ছবি- ইনস্টাগ্রাম

পার্টির মুডে ভিকি কৌশল। ডবল সেলিব্রেশনে মজেছেন অভিনেতা।

ছবি- ইনস্টাগ্রাম

মাধুরী দীক্ষিত নিজেই পুজোর আয়োজনে ব্যাস্ত। দীপাবলিতে রঙিন অভিনেত্রী।

ছবি- ইনস্টাগ্রাম

সাবেকি সাজে দিওয়ালিতে সোনম কাপুর।

ছবি- ইনস্টাগ্রাম

কাজলের পরনে গোলাপি শাড়ি। আলোর উৎসবে মাতলেন তিনিও।

ছবি- ইনস্টাগ্রাম

পরিবারের সকলের সঙ্গে উৎসবের দিনে করিনা কাপুর খান। শুভেচ্ছা বিনিময় করলেন বেগম জান।

ছবি- ইনস্টাগ্রাম

দীপাবলির দিন বাড়ির পুজোয় অক্ষয়। নিজের হাতে আরতি করলেন অভিনেতা।

ছবি- ইনস্টাগ্রাম

পিঙ্ক লেহেঙ্গা মোহময়ী কৃতি। আলোর উৎসবে নিজেই চমকাচ্ছেন।

ছবি- ইনস্টাগ্রাম

নব-বিবাহিত আলি-রিচা দিওয়ালিতে সকলের সঙ্গে। উচ্ছ্বাস ধরছে না তাঁদের।

ছবি- ইনস্টাগ্রাম

কিয়ারা আদবানীর দীপাবলিতে হাজির কাছের মানুষরা। সিদ্ধার্থ-করণ জোহরের সঙ্গে উৎসবে ভাসলেন।

ছবি- ইনস্টাগ্রাম

উর্বশী রাউতেলা সামিল আলোর উৎসবে।