ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

মুম্বইয়ে মিমি! 'গুড্ডু ভাইয়া' আলি ফজলের সঙ্গে কাজ?

Sep 13, 2022

sandipta.bhanja

'পোস্ত'র হিন্দি রিমেক 'শাস্ত্রী বিরুধ শাস্ত্রী'র কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছেন

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

শুট করে এসে পরেশ রাওয়ালের প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে সাংসদ-নায়িকাকে। বিপরীতে আলি ফজলের মতো ক্ষুরধার অভিনেতা

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

পরিচালনায় 'গুলাব গ্যাং', 'মহালয়া' খ্যাত সৌমিক সেন।

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

শোনা যাচ্ছে, সৌমিকের এই সিরিজে মিমি ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

শেষবার মিমিকে দেখা গিয়েছিল মৈণাক ভৌমিকের 'মিনি'তে। মুক্তির অপেক্ষায় 'খেলা যখন'

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম 

এবার শোনা যাচ্ছে, মুম্বইতে বড়সবড় প্রজেক্টে কাজ করবেন মিমি চক্রবর্তী। 

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম