Jan 10, 2023
Anurupa Chakraborty
কেমন হতে চলেছে এই ছবিটি? মন এবং মনস্তত্ত্বের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা।
একজন ডাক্তার এবং তাঁর সঙ্গে জড়িয়ে থাকা আরও বেশ কিছু মানুষের জীবন তথা যন্ত্রণার সম্পর্কে অদ্ভুত বুনটে বেঁধেছে এই সিনেমা।
একজন প্রখ্যাত মনস্তাত্বিক যিনি তৈরি হচ্ছেন একজন আমেরিকানিবাসী ডাক্তারের সঙ্গে সাক্ষাৎকারের জন্য। বিশেষ করে কোভিড সমসাময়িক প্রেক্ষাপট উঠে এসেছে এই ছবিতে।
তাঁর সঙ্গে রয়েছেন আরও কিছু পেশার মানুষ। কেউ ট্যাক্সি চালক, সুবিধাবাদী কিন্তু জীবিকার কারণে ভেঙে পড়েছেন এমন একজন ডাক্তার, খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার, নৃত্যশিল্পী সকলেই আছেন। তারা সকলেই জীবনের যন্ত্রণাগুলোর বহিঃপ্রকাশ করেছেন।
তবে টুইস্ট রয়েছে এখানেই। সমস্ত কথার শেষেও একজন থেকে যায় যে নিজের মায়া ভেঙে যেতে পারে না। অতীত বর্তমান, এবং জন্ম মৃত্যুর মাঝখানে বাঁধা পরে যায়। সেই সূক্ষ প্রতিমূর্তি হল একজন নিমগ্ন শ্রোতা।
যখন মৃত্যু দরজায় কড়া নাড়ে তখন তাঁকে উপেক্ষা করে এক নতুন আলোকময় জীবনে প্রবেশ করতে পারে যায়, এটাই সেই নতুন প্রবেশদ্বার হিসেবে কাজ করে। চৌকাঠ পেরিয়ে তুলে ধরবে এই বার্তাই।
ছবিটি পরিচালনা করেছেন রোড আইল্যান্ড কলেজের অধ্যাপক তন্বী চৌধুরী।
অভিনয় করেছেন, ঋষভ বসু, আনাংশা বিশ্বাস, শতাক্ষী নন্দী, শংকর দেবনাথ, রিয়ান ঘোষ, পলাশ চতুর্বেদি, পারমিতা সেন এবং অন্যান্য।